
ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে ইসলামিয়া মডেল একাডেমী কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে ধুনটের গোসাইবাড়ী সড়কের বাসষ্ট্যান্ড এলাকায় ওই স্কুলের সভাপতি ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মুফতি শাহাদৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, যুগ্ন সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম সহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।