স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে দ্রুতগামি দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন আহত হয়েছে। বুধবার (২২মার্চ) দুপুর ১২টার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের জয়লাবাজার সংলগ্ন জয়নগর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
এই দূর্ঘটনায় আহতরা হলো- চৌকিবাড়ি ইউনিয়নের চৌকিবাড়ি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আদম (২০) ও পাঁচথুপি গ্রামের হাফিজের ছেলে মিলন আহম্মেদ (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা জুয়ান ডিগ্রি কলেজের উদ্দেশ্যে রওনা হয়। পথে মধ্যে ধুনট উপজেলার সীমান্তবর্তী এলাকায় ইজিবাইক অটোরিকসা অভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন দুই জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এবিষয়ে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান করিম পটু জানান, ধুনট উপজেলার শেষ সীমানায় এই দূর্ঘটনাটি ঘটেছে।