ধুনটে মাদক ব্যবসা ছেড়ে দিলেন আরো ৬ জন

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
মাদকের ভয়াল থাবা সারাদেশেই। তারপরও বসে নেই প্রশাসন। একের পর এক মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তারে প্রশাসন রয়েছে তৎপর। যার ফলে মাদক ব্যবসা করতে গিয়ে একাধিক বার জেল হাজত খেটে অর্থনৈতিক ভাবে যেমন ক্ষতিগ্রস্থ হয়েছে, তেমনি অধিকাংশ সময় জেল-হাজতে থাকায় পরিবার পরিজনও হারাতে হয়েছে অনেককে।

তাই এসব কারনে অনেক মাদক ব্যবসায়ী এখন স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরতে বগুড়ার ধুনট থানা পুলিশও এক ব্যক্তিক্রমী উদ্যোগ নিয়েছে। ধুনট থানা পুলিশের ব্যতিক্রম উদ্যোগে সাড়া দিয়েছে ধুনট উপজেলার আরো ৬ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা প্রত্যেকেই স্ট্যাম্পে স্বাক্ষর করে মাদক ব্যবসা থেকে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে একাধিক মাদক মামলা।

শনিবার রাতে ধুনট উপজেলায় মাদক ব্যবসা না করার শর্তে যারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন তারা হলেন, ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামের আজিবর মন্ডলের ছেলে সোবাহান মন্ডল (৪৫), রাঙ্গামাটি দিদারপাড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে আব্দুল মজিদ সয়ন (৩৯), শৈলমারী গ্রামের আবুল হোসেনের ছেলে জিহাদ আলী (৩৩), জয়শিং গ্রামের মোকবুল হোসেনের ছেলে হেলাল উদ্দিন (৩২), হেউটনগর কোদলাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে কাফি আলম (৩২) ও ধেরুয়াহাটি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে কামরুল ইসলাম (৩৪)।

এছাড়া একইভাবে গত সপ্তাহ আগেও ধুনট উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী পাপ্পুসহ দুই দুই জন মাদক ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেন।

মাদক ব্যবসা ছেড়ে যারা স্বাভাবিক জীবনে ফিরতে অঙ্গীকারবদ্ধ হয়েছেন তাদের সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, যেসকল ব্যক্তি স্ট্যাম্পে স্বাক্ষর করে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন তাদেরকে ১৫ দিন পর পর থানায় হাজিরাসহ কঠোর নজরদারিতে রাখা হয়েছে।