বগুড়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে দুই জন নিহত

বগুড়া প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো তিন জন যাত্রী। বুধবার সকাল ১০টার দিকে বগুড়া সদরের এরুলিয়া হাটখোলা এলাকায় বগুড়া-নওগা সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলো সিএনজি অটোরিকশা চালক লিটন (৪০) ও কাহালু উপজেলার নারহট্ট গ্রামের আকরাম হোসেনের ছেলে যাত্রী জাকারিয়া (১৮)

আহতরা হলেন, বগুড়ার কাহালু উপজেলার শিকড় গ্রামের ওয়াহেদ আলীর ছেলে সাজু মিয়া (৩০), সদর উপজেলার সেতাবপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মনিরা (৪০) ও অজ্ঞাত এক নারী (৫০)। তাদের মধ্যে অজ্ঞাত ওই নারীর অবস্থা আশংকাজনক।

বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী এতথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকালে একটি ট্রাক (বগুড়া ড-১১-২৭২৬) দুপচাঁচিয়া থেকে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী সিএনজি (নওগাঁ থ-১১-০০৩৫) ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় চালক লিটন দুপুর ১২ টায় মারা যায় এবং অপর যাত্রী দুপুর ২টায় মারা যায়। আহত তিন যাত্রী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। দূর্ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রাক জব্দ করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।