বগুড়ায় ভারতের ডাক্তারদের অংশগ্রহণে ওয়ার্কসপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বাংলাদেশে দক্ষ বিশেষজ্ঞ ডাক্তারদের জ্ঞান ও দক্ষতা বিনিময়ের উদ্যোগ হিসাবে বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজের উদ্যোগে এক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বগুড়ার মম ইন হোটেলে উত্তরবঙ্গের মেডিকেল কলেজ সমূহের ডাক্তারদের অংশগ্রহণে ওই ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।

চিকিৎসা গ্রহণে দেশের রুগীদের বিদেশ গিয়ে চিকিৎসা গ্রহণের আগ্রহ কমাতে এবং আস্থাপূর্ণ সেবা প্রদানে টেকনিক্যাল জ্ঞান আদান-প্রদান, অবকাঠামো উন্নয়ন এবং সেবার পরিধি বৃদ্ধিতে এই কনফারেন্সের আয়োজন করা হয়।

উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. এ.জেড.এম মোস্তাক হোসাইন।

সেমিনারে কি-নোট স্প্রিকার হিসেবে জুম প্রোগ্রামে ভিডিও’র মাধ্যমে বক্তব্য রাখেন ভারতের দিল্লীর এআইআইএমএস এর সাবেক পরিচালক প্রফেসর ডা. এম.সি মিশ্রা, ভারতের দিল্লীর এআইআইএমএস এর সাবেক সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. অনুরাগ শ্রীবাস্তভ, ভারতের ভেলোর সিএমসি এর এন্ডোক্রাইন সার্জারি বিভাগের প্রফেসর ডা. দীপক টি. আব্রাহাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমএ বগুড়ার সভাপতি প্রফেসর ডা. মোস্তফা আলম নান্নু এবং টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।
টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আফজাল হোসেন, ইউকে, ওয়েলস এর রেক্সহাম মেলর হাসপাতালের অবস্ এন্ড গাইনি বিষেশজ্ঞ ডা. খাদিজা নাজনিন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল আলম জুয়েল, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডা. মোঃ মতিউর রহমান প্রমুখ।