কাহালুর বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান গত বুধবার রাত ৯টায় বার্ধক্যজণিত কারণে দূর্গাপুর পশ্চিমপাড়া নিজ বাসভবন মারা যান। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

বৃহস্পতিবার সকাল ১০টায় দূর্গাপুর বাজারে বীরমুক্তিযোদ্ধা মরহুম বজলুর রহমানকে ফুলের তোড়া দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানান কাহালু উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। এরপর কাহালু থানা পুলিশের একটি চৌকসদল বীরমুক্তিযোদ্ধা বজলুর রহমান গার্ড অফ অনার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, কাহালু থানার তদন্ত ওসি ফিরোজ ওয়াহেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নজিবর রহমান, বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ আলহাজ্ব লিয়াকত আলী সরদার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লীবৃন্দ।