

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মনোনীত হয়েছেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক।
আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় রাজশাহী রেঞ্জের সকল থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে তাকে মনোনীত করা হয়।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হকের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ আব্দুল বাতেন (বিপিএম, পিপিএম)। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমসহ পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, জাহিদুল হক এরআগে বগুড়া জেলার ধুনট থানায় এবং বগুড়া সদর থানায় ইন্সপেক্টর তদন্ত হিসাবে দায়িত্ব পালন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ইন্সপেক্টর তদন্ত হিসাবে জাহিদুল হক অনেক বারই বগুড়া জেলা এবং রাজশাহী রেঞ্জের সকল থানার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।