শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

নাজমুস সাকিব আপেল, শেরপুর (বগুড়া) থেকে :

বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিন ব্যাপি নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করণ ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম এর সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভা শেষে ফলজ ও বনজ গাছের চারা রোপণ, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বাদ জোহর মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা কর্মসূচি পালন করা হয়েছে।