ধুনটে মাদকের টাকা না পেয়ে অন্তসত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

ধুনটে মাদকের টাকা না পেয়ে অন্তসত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় মাদকের টাকা না পেয়ে ৭ মাসের অন্তসত্বা স্ত্রীকে নির্যাতনের পর বিষপানে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এঘটনায় শনিবার (০১ অক্টোবর) রাতে নিহতের ফুফাতো ভাই বাদী হয়ে তার দুলাভাই সহ ৬ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানাযায়, গত ১৫ বছর আগে ধুনট উপজেলার গোসাইবাড়ী মবুয়াখালি গ্রামের ছফের শেখের ছেলে অটো ভ্যান চালক আব্দুল আজিজের (৪২) সঙ্গে শেরপুর উপজেলার শহিদুল ইসলামের মেয়ে শিমু খাতুনের (৩৫) বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।

এদিকে বিয়ে পর থেকেই মাদক সেবন করে স্ত্রীকে মারধর করে আসছিল আব্দুল আজিজ। এমতাবস্থায় শুক্রবার বিকালে আব্দুল আজিজ আবারো মাদক সেবনের টাকা জোগাড় করতে তার স্ত্রী শিমু খাতুনের কাছে দাবি করে।

কিন্তু স্ত্রী শিমু খাতুন টাকা দিতে অস্বীকার করায় আব্দুল আজিজ তাকে বেদম মারধর করে। এপর্যায়ে তাকে জোর করে বিষ খাওয়ানোর পর সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে স্ত্রী শিমু খাতুনকে হাসপাতালে ভর্তি করার পর পরই স্বামী আব্দুল আজিজ কৌশলে পালিয়ে যান।

আরো পড়ুন- শেরপুরে আ’লীগ নেতা হত্যার ঘটনায় ৪ যুবলীগ নেতা বহিস্কার

এবিষয়ে নিহতের ফুফাতো ভাই বিদ্যুৎ হাসান জানান, তার বোনকে বিষ খাওয়ানোর পর তাকে হাসপাতালে ভর্তি করেই সে পালিয়ে যায়। পরে রাতেই তার বোনের মৃত্যু হয়।

তিনি আরো আরো জানান, তার বোন শিমু খাতুন ৭ মাসের অন্তসত্বা ছিলেন। কিন্তু তারপরও মাদকের টাকার জন্য মাঝেমধ্যেই তার বোনকে মারধর করা হতো। তাই তার বোনের মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটন এবং হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে এব্যাপারে ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত রাজ্জাকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।