অস্ত্র হাতে সেই যুবলীগ নেতাকে গ্রেপ্তারের পর কারাগারে

অনুসন্ধানবার্তা, ডেস্ক নিউজ:
অস্ত্র হাতের ছবি ভাইরাল হওয়ায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাকে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, চেক ডিজওনারসহ তিনটি মামলায় জুয়েলেরে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আগে থেকেই ছিলো।

ওই তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। এসময় জুয়েলের জামিনের আবেদন করেন তার আইনজীবীরা।

পরে শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক আসামী মনিরুজ্জামান জুয়েলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার চৌদ্দগ্রামে এক ব্যক্তির বাড়ি থেকে দাওয়াত খেয়ে ব্যক্তিগত গাড়িতে নিজ গ্রাম মান্দারিয়ায় ফিরছিলেন শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজালাল মজুমদার।

তবে হামলার শিকার শাহজালাল মজুমদার জানান, জুয়েলের নেতৃত্বে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী।

এদিকে হামলার পর বিদেশি আগ্নেয়াস্ত্রসহ মনিরুজ্জামান জুয়েল একটি ছবি নিজ ফেসবুকে শেয়ার করেন শাহজালাল। এরপরই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এদিকে পুলিশ অস্ত্রটি জুয়েলের নামে লাইসেন্স করা বলে দাবি করেছিলো। অপরদিকে গত শনিবার জুয়েলের স্ত্রী ফারজানা হক ৮৬ রাউন্ড গুলিসহ ভাইরাল হওয়া ওই অস্ত্রটি চৌদ্দগ্রাম থানায় জমা দিয়েছেন বলে জানা গেছে।