শিবগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা বালিকা বিদ্যালয়ের ৪৭ লাখ টাকা আত্মসাত এবং নিয়োগের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও এডহক কমিটির বিরুদ্ধে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ওই প্রতিষ্ঠানের দাতা সদস্য ওসমান গণি।

অভিযোগসূত্রে জানা যায়, চন্ডিহারা বালিকা বিদ্যালয়টি ১৯৩১ সালে প্রতিষ্ঠিত করেন মরহুম আনার বকস মন্ডল। ১৯৭০ সালে প্রতিষ্ঠানটি উন্নিত হয়। গত ১০ বছর পূর্বে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহিনুর রহমান দাতা সদস্য সংক্রান্ত বিষয়ে জটিলতা সৃষ্টি করেন। ফলে বিদ্যালয়টি এডহক কমিটি দ্বারা পরিচালিত হতে থাকে।

তাই এই সুযোগটি কাজে লাগিয়ে প্রধান শিক্ষক মাহিনুর রহমান ওই এডহক কমিটির শহিদুল ইসলামের যোগসাজসে প্রতিষ্ঠানের তহবিলের ১২ লাখ টাকা সহ জমি থেকে আয়ের প্রায় ৪৭ লাখ টাকা আত্মসাৎ করেন।

অনুসন্ধানে জানাযায়, প্রধান শিক্ষক ২০২১ সালের ১৫ ডিসেম্বর করোনার কারণে বিদ্যালয় বন্ধ থাকায় অভিভাবক সদস্য, দাতা সদস্য ও বিদ্যুৎসাহী সদস্যকে না জানিয়ে নিজে নিজে ডান-বাম হাতে স্বাক্ষর করে একটি অবৈধ কমিটি গঠন করেন। বর্তমানে প্রধান শিক্ষক নিয়োগ প্রদানের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এদিকে নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে ওই প্রতিষ্ঠানের দাতা সদস্য আতাউল ওসমান গণি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মাহিনুর রহমান বলেন, ৪৭ লক্ষ টাকা উত্তোলনের বিষয়টি মিথ্যা। এ টাকার মধ্যে ২৫ লাখ টাকা দিয়ে ২৫ শতক জমি ক্রয়, ৭ লাখ ৫০ টাকায় বিদ্যালয়ের প্রাচীর নির্মাণ করা হয়েছে এবং ১১ লাখ টাকা ঋণ পরিশোধ করা হয়েছে। এছাড়া অবশিষ্ট টাকা দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে।

তবে এবিষয়ে ইউএনও উম্মে কুলসুম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।