ছাত্রীকে নিয়ে উধাও ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক!

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটের এক কলেজ ছাত্রীকে (১৮) নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের (৩০) বিরুদ্ধে। এঘটনায় সোমবার (০৮আগষ্ট) রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ধুনট থানায় আবু সালেহ্ স্বপনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

আবু সালেহ স্বপন ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং সে বর্তমান ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছে।

থানাসূত্রে জানাযায়, ধুনট সদরপাড়া এলাকার জনৈক এক ব্যবসায়ীর মেয়ে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে বিশ^বিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। গত সোমবার (৮ আগষ্ট) বিকালে মেয়েটি তার বাড়ির পাশেই সরকারপাড়া রোডে হাঁটতে বের হয়। এসময় ছাত্রলীগ নেতা আবু সালেহ স্বপন মেয়েটিকে মোটরসাইকেলে তুলে নিয়ে উধাও হয়ে যায়।

তবে এব্যাপারে আবু সালেহ স্বপনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তবে এব্যাপারে ধুনট সদরপাড়া এলাকার বাসিন্দা ওই ছাত্রীর বাবা বলেন, তার মেয়ের সঙ্গে স্বপনের পূর্বের কোন সম্পর্ক ছিল না। স্বপন তার মেয়েকে মোটরসাইকেলে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। তাই এবিষয়ে আবু সালেহ্ স্বপনের বিরুদ্ধে থানায় জিডি করেছেন এবং অপহরণ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে এবং এঘটনায় আবু সালেহ স্বপন সহ ৫ জনকে আসামী করে অপহরণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।