বগুড়ার শেরপুরে এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান প্রশ্নপত্রে ভুল!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ক্রমিক নং ভুল ছাপা হওয়ায় উত্তর দিতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হয়েছে পরীক্ষার্থীদের।

সোমবার (২০ ডিসেম্বর) জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী পরীক্ষায় বগুড়ার শেরপুর সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে এমন ঘটনা ঘটেছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষা ২০০টি কেন্দ্রে নেওয়া হচ্ছে। সোমবার সবগুলো কেন্দ্রেই পরীক্ষা নেওয়া হয়েছে গনিত ও জীববিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্রে। সে মোতাবেক জীববিজ্ঞান বিষয়ে দ্বিতীয়পত্রের বহু নির্বাচনী পরীক্ষা (পূর্ণমান-২৫) সেট-ঘ এর পরীক্ষা সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর বগুড়ার শেরপুরের সরকারি কলেজ কেন্দ্রে জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের ঘ-সেট ক্রমিক নম্বর ভুল হওয়ার বিষয়টি দেখতে পান পরীক্ষার্থীরা। এক্ষেত্রে প্রশ্নপত্রে ক্রমিক নম্বর ১০ এর পরে ১২ ক্রমিক নম্বর উল্লেখ থাকলেও ১১নম্বর ক্রমিকটি উল্লেখ নাই।

পরে কেন্দ্র সচিবের নজরে আসলে তিনি তখন শিক্ষাবোর্ডকেও বিষয়টি জানানো হয়ে। তবে প্রশ্নপত্রের এধরণের ভূল ছাপায় কোন সমস্য হবে না বলে দাবী করেন কেন্দ্রের সচিব। ফলে এই কেন্দ্রের পরীক্ষার্থীরা উত্তর পত্রে লিখতে গিয়ে নানা বিড়ম্বনাসহ বেশ উদ্বিগ্নতার মধ্যে পড়েছে।

সরকারি শেরপুর কলেজ কেন্দ্রে ২০ ডিসেম্বর চলতি এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান বিষষে ৩৫৪জন ও গনিত বিষয়ে ৫০জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে। এ কেন্দ্রে এবার উপজেলার শেরউড স্কুল এন্ড কলেজ, সামিট স্কুল এন্ড কলেজ, টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ, জামুর ইসলামিয়া কলেজ, জয়লা জুয়ান ডিগ্রী কলেজ, শালফা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ও ধড়মোকাম স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহন করেছে।

তবে এ বিষয়ে কেন্দ্র সচিব শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আল মাহমুদ বলেন, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ঘ-সেট প্রাপ্ত পরীক্ষার্থীরা বিষয়টি প্রথমে অবগত করে। পরে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়, তবে ওই পত্রের উল্লেখিত ক্রমিক নম্বরে কোন সমস্যা হবেনা।