
ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বগুড়ার ধুনটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ধুনট উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে উক্ত কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ধুনট উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন, সহকারী প্রকৌশলী ফৌজিয়া ইয়াসমিন লিজা, সার্ভেয়ার মনির হোসেন, জাকারিয়া প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা।