ঔষধ পাঠালেন তারেক রহমান

বগুড়া প্রতিনিধি : অনুসন্ধানবার্তা :

বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ড্যাব এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় টেলি মেডিসিনের মাধ্যমে করোনা রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার জন্য বগুড়া জেলা বিএনপি অফিসে করোনা হেল্প সেন্টার চালু করা হয়েছে।

মঙ্গলবার (৩ আগষ্ট) মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা বিএনপি’র করোনা হেল্প সেন্টারের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে করোনায় আক্রান্তদের জন্য প্রয়োজনীয় ঔষধ বগুড়া জেলা বিএনপির আহবায়ক গোলাম মোঃ সিরাজ এমপির পক্ষে গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদের সদস্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, বগুড়া পৌরসভা মেয়র ও বগুড়া জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহবায়ক সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ড্যাব বগুড়া জেলা শাখার সভাপতি আধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী।

উক্ত করোনা হেল্প সেন্টারের অসহায় রোগীদের জন্য ফ্রি ওষুধের ব্যবস্থা সহ মুমূর্ষ রোগীদের জন্য অক্সিজেন ও এম্বুলেন্স এর ব্যবস্থা রয়েছে চিকিৎসা গ্রহণ মোবাইল ফোনে চিকিৎসা সেবা প্রদান করছেন।