করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু
শিবগঞ্জে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু : পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হওয়ায় পরিবারের সকল সদস্যদের ৭ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন ইউএনও।

জানা যায়, উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের বিলহামলা গ্রামের সোলেমান আলী এর ছেলে মোছাদ্দেক মন্ডল (৫৬) গত কয়েক দিন যাবৎ শ্বাসকষ্ট রোগে ভূগছিলেন। তার শ্বাসকষ্ট বেশি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়।

গত ২১ জুন রাত সাড়ে ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, মোছাদ্দেক মন্ডল করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করায় তার পরিবারের সদস্যদেরকে হোম কোয়ারেন্টাইন থাকার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়াও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে করোনা রিপোর্টের জন্য পাঠানো হয়েছে।