কাজিপুরের সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা আহত

আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
কাজিপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে কাজিপুর থানায় এজাহার দায়ের করেছেন।

এজাহারসূত্রে জানা যায়, উপজেলার গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্রামের মৃত তোজাম্মেল হক তালুকদারের ছেলে জিয়াউর রহমান জিয়া ও তার ভাতিজা রুবেল তালুকদার (পিতা-শামীম তালুকদার) এবং একই গ্রামের খালেকের ছেলে আব্দুল মোতালেবসহ আরো ৫/৭ জন এলাকায় মাদক সেবন এবং সরবরাহ কাজে জড়িত।

গত ১৬ নভেম্বর পারভেজ আহমেদ তালুকদার এলাকার মুরব্বিদের সাথে নিয়ে বিবাদীদের মাদক সম্পৃক্ত কাজ নিষেধ করায় বাকবিতন্ডা হয়। এর প্রেক্ষিতে ১৭ নভেম্বর দুপুরে কাজিপুর উপজেলা পরিষদের বিপরীতে কুয়াশা হোটেলের সামনে বিবাদীরা ভুক্তভোগীর পথরোধ করে এবং পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন জায়গায় কাঁটা ছেঁড়া জখম করে।

একপর্যায়ে আহতের আত্ব চিৎকারে পথচারী এবং ঘটনার সাক্ষীরা তাকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে সিরাজগঞ্জ সদরের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিবাদী জিয়াউর রহমান জিয়া গান্ধাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত বিধায় কাজিপুর উপজেলা যুবলীগ এ ঘটনায় তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না মর্মে ৩ দিনের মধ্যে কারন দর্শাতে নোটিশ পাঠিয়েছে।

উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার এবং সাধারণ সম্পাদক আলী আসলাম স্বাক্ষরিত নোটিশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ যুবলীগ কাজিপুর উপজেলা শাখার সভাপতি বিপ্লব সরকার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সাধারণ সম্পাদক আলী আসলাম এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ঘটনা দলীয় কোন্দল নয়, বাদী বিবাদী একই ইউনিয়নের বাসিন্দা তাদের মধ্যে অন্য বিষয়ে দন্দ থাকতে পারে। তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।