কাজিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীর অর্থদন্ড

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর পলাশপুর নামক পয়েন্ট থেকে ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করায় আরিফুল ইসলাম নামে ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে কাজিপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে যমুনার পলাশপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় বালু ব্যবসায়ী আরিফুল ইসলাম যমুনার তীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থান থেকে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত হাতেনাতে ওই ব্যবসায়ীকে আটক করে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন।

উল্লেখ্য, “বালু উত্তোলন ও পরিবহন হুমকীতে তীররক্ষা প্রকল্প” শিরোনামে বিভিন্ন পত্রিকায় সম্প্রতি সংবাদ প্রকাশের পর বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান জোরদার করে উপজেলা প্রশাসন। তবে এ অভিযান চলমান থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।