কাজিপুরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৫ হাজার ১২১ জন শিক্ষার্থী

আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। রবিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। এবারের এসএসসি ও সমমানে প্রতিটি বিষয়ে পুরো সিলেবাসে পুর্ণ নম্বরে পরীক্ষা হবে।

কাজিপুর মাধ্যমিক শিক্ষা অফিসসূত্রে জানাযায়, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় কাজিপুরে ৫ হাজার ১২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এদের মধ্যে সাধারণ বোর্ডের অধীনে ৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৪ হাজার ৩৫৬ জন শিক্ষার্থী। আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ১টি কেন্দ্রে অংশ দিচ্ছে ২৮১ শিক্ষার্থী। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষা দিচ্ছে ৪৮৪ জন শিক্ষার্থী।

এর মধ্যে সাধারণ বোর্ডের অধীনে ৭টি কেন্দ্রে কাজিপুর আরডি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ২৬৮ জন, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭১২ জন, কাজিপুর এএমইউ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৩৭ জন, নাটুয়াপাড়া কেবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৯০ জন, খাসশুড়িবেড় উচ্চ বিদ্যালয় ৪২১ জন, চরগিরিস ইউনিয়ন এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫২৮জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা অংশ নিচ্ছে।

এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ১টি কেন্দ্র চরসিংড়াবাড়ি-সিংড়াবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২৮১জন দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। তাছাড়া কারিগরি শিক্ষা বোর্ডর অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৪টি কেন্দ্রের মধ্যে মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০৯ জন, কাজিপুর থানা সদর বি এম কলেজ কেন্দ্রে ৯৭ জন, মুক্তিযোদ্ধা কারিগরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২০জন এবং আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইন্সটিটিউট কেন্দ্রে ১৫৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে ।