কাজিপুরে গণহত্যা দিবস পালিত

আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
২৫শে মার্চ ১৯৭১ সালে রাত্রি ১১টায় তৎকালীন ঢাকা শহরের ঘুমন্ত জন সাধারণের উপর বর্বরোচিত হামলা চালিয়ে গণহত্যা করে, বাঙালির স্বাধীনতা আন্দোলন স্তিমিত করতে চেয়েছিল পাকিস্তান যান্তা সরকার।

এই দিবসটির গুরুত্বারোপ করে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে গণহত্যা দিবসে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী অনিক ইসলাম, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাংবাদিক আব্দুস সোবহান চাঁন প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধাবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।