কাজিপুরে বালুবাহী ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু

আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
কাজিপুরে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহজাহান প্রামাণিক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে সিমান্ত বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান প্রামাণিক কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে।

স্থানীয়রা জানায়, কাজিপুর থেকে সিরাজগঞ্জগামী বালুবাহী একটি ট্রাক সিমান্ত বাজার এলাকায় বেপরোয়াগতিতে সাইকেলআরোহীকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এঘটনায় স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিসহ চালক স্বপন আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত চালকের বাড়ি পাবনা জেলার বেড়া থানার বেরিশালিকা গ্রামে।