কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা : সিরাজগঞ্জের কাজিপুরে রৌহাবাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শমসের আলী ইন্তেকাল করেছেন।
রোববার সকালে জেলার এনায়েতপুরের খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার এর উপস্থিতিতে এবং কাজিপুর থানার তদন্ত কর্মকর্তা হাসিবুল্লাহর নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।
এসময় সোনামুখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী খান সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন- কাজিপুরে বাপুসের কমিটি গঠন
রোববার বিকেল ৫টায় তাঁর নিজ বাড়ির পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ পুত্র সন্তান রেখে গেছেন। পেশাগত জীবনে তিনি উপজেলার কবিহার বরশীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। তিনি ৭ নম্বর সেক্টরে বীরত্বের সাথে মুক্তিযুদ্ধ করেছেন।