কাজিপুরে ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ কাজিপুর উপজেলার ভূমি অফিস ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেছেন।

সোমবার বেলা ১১টায় পর্যাক্রমে নবনির্মিত সোনামুখী ইউনিয়ন ভূমি অফিস, কাজিপুর পৌর ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস ও উপজেলা পরিষদ আদর্শ একাডেমি পরিদর্শন করেন তিনি।

এরপর কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

কাজিপুরের বালু মহাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ বালুর পয়েন্ট স্থাপন এবং আনলোডকারি ড্রেজার দিয়ে নদীতীঁর সংরক্ষন কাজের ক্ষতি কারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন এমনকি বালু মহলের ইজারদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও ও এসিল্যান্ডকে অভিযান পরিচালনার নির্দেশ দেন।

এসময় কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহাআলম মোল্লা উপস্থিত ছিলেন।