কাজিপুরে যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পে ধ্বস : স্থানীয়দের মাঝে আতংক

শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুরে মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়া এলাকায় যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের ১নং প্যাকেজের সিরাজগঞ্জের জিরো পয়েন্টের প্রায় ৩০ মিটার অংশ নদীতে ধ্বসে গেছে।

এতে করে স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে। পানি উন্নয়ন বোর্ডের ধ্বস ঠেকাতে জিও ব্যাগ ড্যাম্পিং করছে।

স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে হঠাৎ করেই যমুনা নদীতে এই ধ্বস দেখা দেয়।

কাজিপুরে যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পে ধ্বস : স্থানীয়দের মাঝে আতংক

তবে যমুনায় পানি না থাকলেও শুস্ক এ মৌসুমে ধ্বসে যাওয়ার কারন জানতে চাইলে এসও হায়দার আলী জানান, অপরিকল্পিত ভাবে যত্রতত্র বালু উত্তোলনের কারনে অসময় ধ্বসের সৃষ্টি হয়েছে।

তিনি আরও হ্মোভ প্রকাশ করে বলেন, স্থানীয় বালু ব্যবসায়ীরা সরকারি নির্দেশনা উপেক্ষা করে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে।

এছাড়া যমুনার তীরবর্তী এলাকায় পাহারের মতো উচু করে বালু জমা করায় আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ওয়াপদা বাঁধের গাছ নিধন করা হচ্ছে।

ডেখুরিয়া ও কাজিপুর প্রায় ৪৪টি বালি মহল তৈরির কারণে কোটি কোটি টাকা মূল্যের রাস্তা ঘাট ক্ষতি গ্রস্থ হচ্ছে।