আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা: সিরাজগঞ্জের কাজিপুরে চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ প্রস্তাবিত মোহাম্মদ নাসিম মহিলা ডিগ্রি কলেজে লায়লা নাসিম অডিটোরিয়াম ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে লায়লা নাসিম অডিটোরিয়ামর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্যপ্রকৌশলী তানভীর শাকিল জয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল হক, চালিতাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, অধ্যক্ষ আলহাজ্ব খোসলেহাজ উদ্দিন।
আরো পড়ুন- বগুড়ায় ৩৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
এ সময় আরো উপস্থিত ছিলেন চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ বাদশা তালুকদার, সম্পাদক রন্জু তরফদার, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম ও আলমগীর হোসেন প্রমূখ।