কাজিপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ

আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ এবং ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) প্রমূখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি এবিএম আরিফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভজিত রায়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোলায়মান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা জি এম তালুকদারসহ ১২টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ এবং কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রেরিত টিশার্ট, ক্যাপ ও মাস্ক বিতরণ করা হয়।