কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকীকে নিয়ে সময়ের আলো পত্রিকায় প্রকাশিত সংবাদটি কাজিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের দৃষ্টিগোচর হয়েছে।
এই ঘটনার বিষয়ে জানতে সাংবাদিকগণ বুধবার দুপুরে ঘটনার সময় সভায় উপস্থিত জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সাথে কথা বলেছেন।
এই বিষয়ে কাজিপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, এই ঘটনাটি স্পষ্টতই প্রতীয়মাণ হয়েছে যে, প্রকাশিত সংবাদটি মিথ্যে এবং ভিত্তিহীন। সংবাদে যাদের বক্তব্য নেয়া হয়েছে, তারা পরবর্তীতে সাংবাদিকদের সত্য ঘটনাটি বলেছেন, যার সাথে সংবাদের কোন মিল নেই।
এ কারণে আমরা কাজিপুর প্রেসক্লাবের সাংবাদিকগণ অনাকাঙ্খিত সংবাদের বিষয়ে বিব্রতবোধ করছি এবং এই সংবাদের সাথে কোনভাবেই আমরা একমত নই।
এসময় শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও তেকানী ইউপি চেয়ারম্যান হারুনর রশীদ মুঠোফোনে বলেন, গতকাল যে নিউজটি প্রকাশ হয়েছে তা সঠিক নয়। ইউএনও সাহেব কোন সাংবাদিকের সঙ্গেই খারাপ আচরন করেননি।