আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা: সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার মেয়রের উদ্যোগে পৌরসভার সকল ওয়ার্ডের বিভিন্ন স্থান ময়লা আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার এর নির্দেশে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা এ পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেন।
এসময় পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার সাংবাদিকদের বলেন, পৌর সভাকে পরিচ্ছন্ন রাখতে আমাদের এই অভিযান চলবে। আপনারা জানেন বর্ষা মৌসুমের শেষে বিভিন্ন স্থানে পঁচা পানি জমে থাকে সেখান থেকে ডেঙ্গু মশার উৎপত্তি বাড়ে, তাই জনসচেতন করার পাশাপাশি ডেঙ্গু মশা নিধনে পৌরসভা সক্রিয় রয়েছে।
আরো পড়ুন- ধুনট মডেল প্রেসক্লাবে সাংবাদিক সৌরভের জন্মদিন পালিত
তিনি আরও বলেন, আমাদের প্রত্যেককে নিজের বাড়ি থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে হবে, সচেতনতাই পারে সকল রোগ-বালাই প্রতিরোধ করতে। এছাড়াও তিনি পৌর সভার বিভিন্ন রাস্তাঘাট বর্জ্য মুক্ত করার নির্দেশ দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর শরিফুল ইসলাম কুড়ানসহ আরও অনেকে।