প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাজিপুর পৌর মেয়রের সংবাদ সম্মেলন

আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার।

মঙ্গলবার (১২ই এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় নিজ কার্যালয়ে লিখিত সংবাদ সম্মেলনে মেয়র বলেন, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত একাধিক স্থানীয় দৈনিকে প্রকাশিত “কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নানের বিরুদ্ধে এডিপির তিন প্রকল্পের ৮০’লাখ টাকা আত্মসাতের অভিযোগ সম্বলিত যে সংবাদটি প্রকাশ হয়েছে তা সম্পন্ন মিথ্যা, বানোয়াট ও মনগড়া। মূলত আমার রাজনৈতিক প্রতিপক্ষ সাবেক পৌর মেয়র নিজাম উদ্দিন এসকল মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করেছে।

কেননা গত ২০২০-২১ অর্থ বছরের শেষের দিকে আমি পৌর মেয়র নির্বাচিত হই। চলতি অর্থ বছর ও গত অর্থ বছর মিলেও এডিপির ৮০’লক্ষ টাকা পৌর সভায় বরাদ্দই আসেনি। যা কিছু বরাদ্দ পেয়েছিলাম তা বিধি মোতাবেক উন্নয়ন প্রকল্পের কাজে ব্যবহার করা হচ্ছে। এমনকি এসকল প্রকল্প এখনও চলমান রয়েছে।

সংবাদে উল্লেখিত তথ্য সমূহ সম্পূর্ণ মনগড়া কেননা আমি পৌর মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করি গত ৯’ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে যে কারণে ২০২০-২১ অর্থ বছরে কোন প্রকার অর্থ বরাদ্দ পাইনি। ২০২১-২২ অর্থ বছরে এডিপির ৩৫’লক্ষ টাকার বরাদ্দকৃত প্রকল্পের কাজ এখনও চলমান রয়েছে।

এছাড়াও আমার কোন মন্তব্য না নিয়েই সংবাদে আমার বক্তব্য প্রকাশ করা হয়েছে। যা অত্যান্ত দুঃখজনক।