কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

অনুসন্ধানবার্তা ডেস্ক:
দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (২৬ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: আবুল কালাম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, সুনামগঞ্জ ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

এছাড়া চলতি মার্চ মাসের ২৯, ৩০ ও ৩১ তারিখে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এপ্রিল ও মে মাসে বজ্রসহ ঝড়ের তীব্রতা বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।