কাহালুতে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান কর্মসূচি শুরু

এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :

কাহালু উপজেলার সকল ইউনিয়নে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকালে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সাবেক ১ নম্বর ওয়ার্ডের বড়মহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভ্যাকসিন প্রদান ক্যাম্পেইন পরিদর্শন করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ, মুরইল ইউ পি চেয়ারম্যান মো. হারেজ উদ্দিন সহ বড়মহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অত্র ইউ পির সদস্যবৃন্দ।

এছাড়াও উপজেলা চেয়ারম্যান ও ইউএনও দূর্গাপুর, জামগ্রাম ও মালঞ্চা ইউনিয়নে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান ক্যাম্পেইন পরিদর্শন করেন। এ সময় স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান ও ইউ পি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।