করোনার টিকাদান কর্মসূচী

এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :

আগামী ৭ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত প্রতিটি ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচী সফল করার লক্ষ্যে বগুড়ার কাহালু উপজেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার মো: মাছুদুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহালু উপজেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো: আব্দুল মান্নান, কাহালু উপজেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ বেলাল উদ্দিন, ইউ পি চেয়ারম্যান হারেজ উদ্দিন, পি এম বেলাল হোসেন, রুহুল আমিন তালুকদার বেলাল, ছেলিম উদ্দিন, মিটু চৌধুরী, বদরুজ্জামান খান বদের, আলমগীর আলম কামাল, মর্জিনা বেগম,

কাহালু মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, স্বাস্থ্য পরিদর্শক ইছাহাক আলী, আব্দুল হান্নান প্রমূখ। আগামী ৭ জুলাই হতে কাহালু উপজেলার বিভিন্ন ইউনিয়নে সকাল ৯ টা হতে একটানা বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কর্মসূচী চলবে।

উল্লেখ্য, টিকা দেওয়ার জন্য ১৮ বছরের উর্দ্ধে সকলকে টিকাদান কেন্দ্রে জাতীয় পরিচয় পত্রের ২ কপি ফটোকপি আনতে হবে। তবে টিকাদান কেন্দ্রে কোন গর্ভবতী মহিলাকে যাওয়ার প্রয়োজন নেই।