কাহালুতে জামিন পেলেন বর্তমান মেয়র আব্দুল মান্নান

এমএ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :

কাহালু পৌরসভার সাবেক মেয়র কর্তৃক দায়েরকৃত মামলায় জামিন নেওয়ার পর বিএনপি নেতা ও কাহালু পৌরসভার বর্তমান মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান বলেন, আমি মামলা হামলার ভয় করি না।

তিনি আরও বলেন, জনগণ আমাকে বিপুল ভোটে কাহালু পৌরসভার মেয়র নির্বাচিত করেছেন। আমার বিরুদ্ধে অনেক অপ্রচার চালাচ্ছেন। বিএনপির মেয়র পৌরসভার তেমন কোন কাজ করতে পারবে না।

আমি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার ৩ মাসের মাথায় করোনা কালিন সময়ে বন্ধ হয়ে যাওয়া উন্নয়ন মুলক কাজে ঢাকা থেকে পৌরসভায় অর্থ আনিয়ে সকল ওয়ার্ডের কার্যক্রম শুরু করেছি।

পৌরসভার সাবেক মেয়র কর্তৃক কর্মকর্তা, কাউন্সিলর ও কর্মচারীর বকেয়া বেতন পরিশোধ করতে শুরু করেছি। ৪০ লাখ বকেয়া বিদ্যুৎ পরিশোধ করতে হচ্ছে।

মঙ্গলবার বগুড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজের দায়েরকৃত মামলা থেকে জামিন লাভের পর উপরোক্ত কথা গুলো বলেন তিনি।

বগুড়া-৪, (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেনকে মামলা থেকে জামিন সহ সকল কাজে সার্বিকভাবে সহযোগিতা করায় জন্য তিনি তাকে ধন্যবাদ জানান।

এছাড়াও একই মামলায় প্যানেল মেয়র ইউসুফ আলীও জামিন লাভ করেন।