কাহালুতে পৃথক ভ্রাম্যমাণ আদালতে ২৭টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা

এমএ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার কাহালু পৌরসভা সহ দূর্গাপুর ও মালঞ্চা ইউনিয়নের হাট বাজার সহ বিভিন্ন এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে ২৭টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) বিকেলে লকডাউনের ১ম দিন থেকে সন্ধ্যা পর্যন্ত সরকারি নির্দেশনা স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে ২৭টি মামলায় ২৭ জনের ১৯ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো : মাছুদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম-সার্কেল) আহমেদ রাজিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন, এসআই রেজাউল করিম, মেহেদী হাসান সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

এবিষয়ে কাহালু উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: মাছুদুর রহমান জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে প্রয়োজনবোধে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাহালু উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।