কাহালুতে ফুটবল খেলা বন্ধ করে আয়োজক কমিটিকে জরিমানা

এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালু উপজেলায় করোনা প্রতিরোধে ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে আবারও বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রেখেছেন কাহালু উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো: মাছুদুর রহমান।

এই ধারাবাহিকতায় রোববার বিকেলে কাহালুর দূর্গাপুর ইউনিয়নের পাতানজো গ্রামের মাঠে পাতানজো সততা সংঘের আয়োজিত ফুটবল খেলা বন্ধ করে দিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাছুদুর রহমান। এসময় তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আয়োজক কমিটিকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কাহালু থানার এসআই নাজমুল হক সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত ফুটবল খেলায় প্রায় ৫/৬ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাছুদুর রহমান জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাহালুতে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।