কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করলেন এমপি মোশারফ

এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উর্দ্ধমূখী সম্প্রাসরণ একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার উক্ত একাডেমিক ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো: মোশারফ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: শহিদুল আলম সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মোশারফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো: আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোতাহার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মালঞ্চা ইউপি চেয়ারম্যান মো: নেছার উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু তাইরুন্নেছা (পাইলট) বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বেলাল উদ্দিন প্রামানিক।

কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মানিক উদ্দিন এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মুনজুরুল ইসলাম, কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মুনসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কাজী আব্দুর রশিদ, সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মাহবুবুর রহমান প্রমূখ।