হাইকোর্টের আদেশে প্রার্থীতা ফিরে পেলেন কাহালুর ইউপির চেয়ারম্যান প্রার্থী হান্নান

এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
মহামান্য হাইকোর্টের আদেশে আসন্ন ২৬ ডিসেম্বর বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়েছেন কালাই ইউপির বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো: আবু তাহের সরদার (হান্নান)।

সোমবার কালাই ইউপির রিটানিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফরহাদুল ইসলাম আদালতের আদেশে কালাই ইউপির চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো: আবু তাহের সরদার (হান্নান) এর প্রার্থীতা বৈধ ঘোষনা করেন এবং প্রতীক প্রদান করেন। তার প্রতিক টেলিফোন মার্কা।

এ সময় চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কাহালু উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি জানান, চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো: আবু তাহের সরদার (হান্নান) এর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর প্রার্থীতা বাছাইয়ে মো. আবু তাহের সরদার ঋণ খেলাপীর কারণে তার প্রার্থীতা বাতিল করা হয়। এব্যাপারে হাইকোটে গত ৫ ডিস্বেবর রিট পিটিশন দাখিল করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আবু তাহের সরদার।

মহামান্য হাইকোটে গত ৯ ডিসেম্বর শুননী শেষে তাকে বৈধ নির্বাচনী প্রার্থী ঘোষনা করেন এবং প্রতিক প্রদানের আদেশ দেন।