কাহালুর ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যাহারা

এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
৪র্থ ধাপে বগুড়ার কাহালু উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে কাহালু সদর ইউনিয়নে সহকারী অধ্যাপক পিএম বেল্লাল হোসেন ঘোড়া মার্কা প্রতিকে ৫ হাজার ৬ শত ৮২ ভোট পেয়ে পূনঃরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী কাহালু সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. এনামুল হক মিঠু নৌকা মার্কা প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৯ শত ৮৪ ভোট।

বীরকেদার ইউনিয়নে মো. ছেলিম উদ্দিন প্রামানিক মোটর সাইকেল মার্কা প্রতিকে ৭ হাজার ৫ শত ২০ ভোট পেয়ে পূনঃরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. সিদ্দিকুল আলম মামুন আনারস মার্কা প্রতিকে পেয়েছেন ৫ হাজার ১ শত ৮১ ভোট।

পাইকড় ইউনিয়নে অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিটু চৌধুরী নৌকা মার্কা প্রতিকে ৫ হাজার ৭ শত ৬ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. আব্দুল করিম আনারস মার্কা প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৬৫ ভোট।

নারহট্র ইউনিয়নে আলহাজ্ব মো.আব্দুর রহিম প্রাং আনারস মার্কা প্রতিকে ৫ হাজার ৭ শত ৩৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. আব্দুল মোমিন মোটর সাইকেল মার্কা প্রতিকে পেয়েছেন ৫ হাজার ২ শত ২৭ ভোট।

জামগ্রাম ইউনিয়নে অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক মনোয়ার হোসেন খোকন নৌকা মার্কা প্রতিকে ৬ হাজার ৮ শত ৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী রেজা মোহাঃ আশিকুর রহমান রঞ্জু ঘোড়া মার্কা প্রতিকে পেয়েছেন ৪ হাজার ১ শত ২০ ভোট।

মালঞ্চা ইউনিয়নে মো. নেছার উদ্দিন মোটর সাইকেল মার্কা প্রতিকে ৬ হাজার ৩ শত ৭১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. আবু দাউদ চশমা মার্কা প্রতিকে পেয়েছেন ৬ হাজার ১ শত ৪৭ ভোট।

কালাই ইউনিয়নে মো. জোবায়দুল ইসলাম সবুজ অটোরিক্রা মার্কা প্রতিকে ৪ হাজার ৪ শত ৭৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. জহুরুল ইসলাম চশমা মার্কা প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৪ শত ৩১ ভোট।

মুরইল ইউনিয়নে মো. আব্দুল জলিল ঘোড়া মার্কা প্রতিকে ৫ হাজার ৯ শত ৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ আনারস মার্কা প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৬ শত ২০ ভোট।

রোববার রাতে কাহালু উপজেলা পরিষদ হলরুমে বেসরকারী ভাবে ফলাফলে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করেন কাহালু সদর, মুরইল ও মালঞ্চা ইউনিয়নের রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি।

পাইকড় ও নারহট্র ইউনিয়নের রিটানিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার। কালাই ও বীরকেদার ইউনিয়নের রিটানিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. ফরহাদুল ইসলাম। জামগ্রাম ইউনিয়নের রিটানিং অফিসার ও সিনিয়র উপজেলা দারিদ্র বিমোচন অফিসার মো. আব্দুল মতিন সরকার।