কাহালুর মুরইল ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালুর মুরইল ইউনিয়ন পরিষদে ৭নং বিট পুলিশিং এর আয়োজনে নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও মাদক বিরোধী সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারেজ উদ্দিন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুরইল ইউনিয়ন ৭নং বিট পুলিশিং অফিসার কাহালু থানার এসআই খায়ের উদ্দিন, সহকারি বিট পুলিশিং অফিসার কাহালু থানার এএসআই মিলন হোসেন, মুরইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মুরইল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আয়েজ উদ্দিন, মুরইল ইউনিয়নের কাজী বেলাল হোসেন,

মুরইল ইউপি সদস্য মাকছুদুর রহমান মুঞ্জু, আবু বক্কর, মানিক মিয়া, কামরুজ্জামান রাজ, আনোয়ার হোসেন, আব্দুল ওহাব, সোহাগ ফকির, মিষ্টি, নাসিমা বেগম, নাজমা বেগম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ৭নং বিট পুলিশিং এর সদস্যবৃন্দ।