বগুড়ায় তিন সন্তানের জননীর সঙ্গে কিশোরের বিয়ে!

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
ফেসবুকে পরিচয়। এরপর ম্যাসেঞ্জারে চ্যাটিং। এমনিভাবে মোবাইলে প্রেমের নানা প্রলোভন দিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার বাজারগাও গ্রামের ইব্রাহিম হোসেনের কিশোর ছেলে জয়নাল (১৭) কে বগুড়ার শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামে ডেকে এনে স্বামী পরিত্যক্তা তিন সন্তানের জননী সখিনা বেগমের (৪০) সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়েছে এলাকার স্থানীয় মাতব্বররা। তবে কাবিননামায় উল্লেখিত কাজী এবিয়ে রেজিষ্ট্রির কথা অস্বীকার করেছেন।

তবে ঘটনাটি জানাজানি হওয়ায় এ বিষয়ে ৯৯৯ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে গেলেও নাবালক ছেলেটিকে উদ্ধার করতে পারেনি। এবিষয়ে পুলিশ জানায়, যেহেতু বিয়ে হয়েছে সে ক্ষেত্রে তাদের করার কিছুই নাই।

তবে এবিষয়ে বগুড়া আদালতের আইনজীবি রহিমা খাতুন মেরী বলেন, দেশের আইন অনুযায়ী বিয়ের বয়স ছেলেদের ক্ষেত্রে ২২ বছর এবং মেয়েদের ১৮ বছর। এ ক্ষেত্রে ছেলেটির বয়স কম এবং নাবালক। সেক্ষেত্রে অবশ্যই ছেলেটি প্রলোভন ও প্রতারণার শিকার হয়েছে। তাই আইনের দৃষ্টিতে এ বিয়ে অবৈধ ও অগ্রাহ্য। তাছাড়া অভিভাবকহীন নাবালক ছেলেটিকে যারা বিয়ে পড়িয়েছে এবং এর সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা প্রয়োজন।

তিনি আরও বলেন, তিন সন্তানের মা অবশ্যই সাবালক। সে অবশ্যই নাবালক একটি ছেলেকে প্রলোভন না দিলে ঘটনাটি এতোদুর পর্যন্ত আসেনি। তাই ছেলেটিকে উদ্ধার করে প্রকৃত তথ্য উদঘাটন এবং এঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা প্রয়োজন।