বগুড়া ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়া ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজা সহ মিল্লাত খন্দকার (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন মধ্য শান্তিরাম এলাকার মৃত লাবলু খন্দকারের ছেলে।

বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত মিল্লাত খন্দকার দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

বুধবার (৬ অক্টোবর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সদর থানাধীন মাটিরডালি মোড়ের রংপুর টু ঢাকা গামী মহাসড়কের পাশের্^ থেকে সাড়ে ৩ কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া সদর থানা সহ বিভিন্ন থানায় আরো ৩টি মামলা রয়েছে।