বগুড়ায় র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বগুড়া সদর উপজেলার নঁওগা-বগুড়া মহাসড়কের এরুলিয়া বাজার এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। ওই সময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহত একটি ট্রাক (মেট্রো-ট-২২-৩৮৫০) জব্দ করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো- নঁওগা জেলার মেহেরুল ইসলামের ছেলে কাজল হোসেন (২৫), মৃত আব্দুল গণির ছেলে রমজান আলী (৫৩) এবং জয়পুরহাট জেলার মৃত নুরুল হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৮)।

সোমবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা নিয়ে একটি ট্রাক ঢাকা থেকে নঁওগা যাচ্ছে।

এ সংবাদ পেয়ে র‌্যাব-১২ এর একটি দল বগুড়া জেলা সদরের এরুলিয়া বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।

রোববার সন্ধ্যা সোয়া ৭টায় মাদক পরিবহনের ট্রাকটি চেকপোস্টে তল্লাশি করা হলে ১৩ বস্তায় রাখা ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওই সময় ট্রাকে থাকা তিন যুবককে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-১২, বগুড়ার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃতরা মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন প্রান্তে সরবারহ করে আসছিলো।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়েরের পর সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।