গাইবান্ধায় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে তাঁতীলীগ নেত্রীর ধর্ষণ মামলা

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন পরিষদের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী ও কথিত সাংবাদিক রফিকুল ইসলামের (৪৫) বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন উপজেলা তাঁতীলীগের এক নেত্রী।

কথিত সাংবাদিক রফিকুল ইসলাম স্ত্রী পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে।

এমন অভিযোগ এনে ৩ সন্তানের জনক রফিকুল ইসলামের বিরুদ্ধে পলাশবাড়ীর থানায় ধর্ষণ মামলা করেন পলাশবাড়ী উপজেলা তাঁতীলীগের নেত্রী ওই ডিভোর্সী নারী। (মামলা নম্বর- ০৯,তারিখ ০৬/১০/২০২১)।

ধর্ষণ মামলায় অভিযুক্ত রফিকুল ইসলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের কোমরপুর হাট সংলগ্ন ভগবানপুর গ্রামের মৃত তমিজ উদ্দিন ওরফে ফেলোর মামুদের ছেলে। তিনি নিজেকে সাংবাদিক হিসেবে জাহির করেন।

রফিকুল গত নির্বাচনে ৪নং বরিশাল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। এবারও তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪নং বরিশাল ইউনিয়নের আনাচে কানাচে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

আর এমনি মুহূর্তে ওই নারীর ধর্ষণ মামলাটি দায়ের হওয়ার পর থেকেই ৪নং বরিশাল ইউনিয়ন ও পলাশবাড়ী উপজেলায় সর্বমহলে ব্যাপক আলোচনা-সমালোচনা সহ টক অফ দ্য উপজেলায় পরিণত হয়েছে।