গাছের চারা কর্তন
শিবগঞ্জে শত্রুতার জের ধরে নার্সারীর দেড় হাজার গাছের চারা কর্তন

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জে রাতের আধাঁরে ভাই ভাই নার্সারীর প্রায় দেড় হাজার গাছের চারা কর্তনের অভিযোগ উঠেছে। এঘটনায় ক্ষতিগ্রস্থ নার্সারী মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার বিহার ইউনিয়নের ভাসুবিহার মধ্যপাড়া গ্রামের মৃত: শহজাহান আলীর ছেলে কৃষক জুল হক ও সামছুল হক দীর্ঘদিন দিন যাবৎ ভাসুবিহার মধ্যপাড়া গ্রামে ভাই ভাই নামে নার্সারীর ব্যবসা পরিচালনা করে আসছে। হঠাৎ করে শনিবার রাতে কে বা কাহারা শত্রুতা করে নার্সারীর প্রায় দেড় হাজার কলম আম গাছের চারা কেটে নষ্ট করে ফেলেছে।

এ ব্যাপারে কৃষক জুল হক বলেন, আমাদের পরিবার এই নার্সারীর উপর নির্ভরশীল। নার্সারীর ব্যবসা করে আমরা জীবন জীবিকা নির্বাহ করি। কে বা কাহারা সমস্ত গাছের চারাগুলি কেটে নষ্ট করেছে।

এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।