কাজিপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধে হামলা, লুটপাট, গাড়িতে আগুন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের হামলায় বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও গাড়িতে আগুন লাগিয়ে পুড়ে দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শ্যামপুর গ্রামে। এই ঘটনায় ওই গ্রামের বকুল সেখের ছেলে বিপ্লব হাসান বাদী হয়ে কাজিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানাগেছে, গত মঙ্গলবার রাতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের মৃত শামছুল হকের ছেলে রফিকুল ও তার লোকজন অতর্কিতভাবে বিপ্লব হাসান বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। এতে বাধা দিতে গেলে বিপ্লব হাসান ও তাঁর পিতা বকুল শেখ, মা চামেলী বেগম ও ভাই বউ শামছু নাহার বেগম আহত হন। এদের মধ্যে বিপ্লব ও বকুল শেখ সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই সুযোগে প্রতিপক্ষরা তাদের বাড়িতে থাকা মালামাল লুটপাট করে নিয়ে যায়। এছাড়াও তাদের বাড়িতে রাখা মোটরসাইকেলটিও বাড়ির পার্শ্বে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়।

এ ব্যাপারে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।