বগুড়াসহ উত্তরাঞ্চলে গ্যাস সংকট, চাহিদার তুলনায় সরবরাহ কম

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়া, পাবনা, রাজশাহীতে সিএনজির গ্যাসের সংকটে গাড়ীর মালিক ও চালক বিপাকে পড়েছেন। খোঁজ নিয়ে দেখা যায়, গত এক সপ্তাহ হলো বগুড়ার ঠেংঙ্গামারা, চারমাথাসহ সবগুলো সিএনজি স্টেশন, পাবনা ও রাজশাহীর সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ কম।

এই কারনে বাস, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা গ্যাস ফিলিংস সেন্টারে অপেক্ষার প্রহর গুনছে। ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। গ্যাসের পাইপ লাইনে গ্যাস সরবরাহ কম হওয়ায় গ্যাসের চাপ কম এবং চাহিদামত গ্যাস দিতে পারছেনা ফিলিংস স্টেশন মালিকরা।

বগুড়ার ধুনটের সিএনজি অটোরিকশা চালক জহুরুল ইসলাম জানান, গ্যাস নিতে অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে। তারপরও যতটুকু গ্যাস প্রয়োজন তার অর্ধেক পাওয়া যাচ্ছে। অপেক্ষার জন্য যাত্রীরাও বিরক্ত হচ্ছে। ঢাকার মিরপুর এলাকার এক মাইক্রোবাস চালক জানান, সিরিয়াল দিয়ে দুই ঘন্টা ধরে বসে আছি।

বগুড়ার বনানী এলাকার এ আর কে ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকুল ইসলাম জানান, ভাই কষ্টে আছি। গাড়ী নিয়ে এসে দেরী হওয়ায় গালাগালিও করছে। এক সপ্তাহ হলো, গ্যাসের এমন অবস্থা। পাইপ লাইনে গ্যাস কম। তাই এমন অবস্থা।

বগুড়ার উপ-মহাব্যস্থাপক সেলস দেব দীপ বড়ুয়া জানান, সারাদেশেই চাহিদার তুলনায় সরবরাহ কম। কিছু দেশে উৎপাদিত এবং কিছু বিদেশ থেকে আমদানি করে এল এন জি গ্যাস পাইপ লাইনে সংযোজন করা হয়। কিন্তু ইউক্রেন যুদ্ধে গ্যাসের দামও বেড়েছে। চাহিদা অনুযায়ী কেনা যাচ্ছে না। তাই এমন সংকট।