ধুনটে চাল ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা
বগুড়ার ধুনটে চালের বাজার নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত। -অনুসন্ধানবার্তা

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে অবৈধভাবে চাল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরী করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (০১জুন) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত এই অর্থদন্ড প্রদান করেন।

অর্থদন্ডপ্রাপ্ত ব্যবসায়ী শাহা সঞ্জিব কুমার (৩৮) ধুনট অফিসারপাড়া এলাকার ফনিন্দ্র নাথ সাহার ছেলে। ধুনট হাসপাতাল রোডের সিনেমা হল পট্টি এলাকায় রয়েছে তার চালের দোকান।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত বলেন, অবৈধভাবে চাল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরী করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল ইসলাম, খাদ্য পরিদর্শক নূরে আলম সিদ্দিকী সহ পুলিশ ও সাংবাদিকবৃন্দ।