চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ৭ জন গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন অরণখোলা ইউনিয়নের ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি যাওয়া ১৬টি ল্যাপটপের মধ্যে ১২টি ল্যাপটপ উদ্ধার করেছে ডিবি পুলিশ। এঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানাযায়, গত ২৪শে ডিসেম্বর মধুপুর থানাধীন অরণখোলা ইউনিয়নের ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি যাওয়া ১৬টি ল্যাপটপ চুরি হয়। এরমধ্যে ১২ টি ল্যাপটপ উদ্ধার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ।

এই চুরির ঘটনায় প্রধান আসামি ভুটিয়া গ্রামের লাল মিয়ার ছেলে রেজাউল করিম (২১) সহ ঘটনার সাথে জড়িত মোট ৭জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬মার্চ) তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ইমরান ও মোক্তার বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। অবশিষ্ট ল্যাপটপ উদ্ধার অভিযান অব্যাহত আছে।

এই চুরির ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে গত ২৬ ডিসেম্বর মধুপুর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-১৬, তারিখ ২৬/১২/২০২২)। পরবর্তীতে পুলিশ সুপারের নির্দেশে মামলার তদন্তভার দেয়া হয় টাঙ্গাইল জেলা ডিবির এসআই মনির হোসেনকে।