ধুনটে স্কুল ছাত্রীদের ইভটিজিং করায় পুলিশের ঝটিকা অভিযান

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে স্কুল ছাত্রীদের ইভটিজিং করায় দফায় দফায় ঝটিকা অভিযান চালিয়েছে ধুনট থানা পুলিশ। বুধবার (২২ ফেব্রুয়ারী) ক্লাস শুরুর আগে এবং ছুটির পরে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের সামনে পুলিশ এই অভিযান পরিচালনা করেন।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বখাটেরা কৌশলে সটকে পড়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

জানাগেছে, ধুনট উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহ প্রায় ১০টি ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের সামনেই ছাত্রীদেরকে দীর্ঘদিন ধরে উত্যাক্ত এবং ইভটিজিং করে আসছে কতিপয় বখাটেরা।

সম্প্রতি ধুনট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভায় বখাটেদের উৎপাতের বিষয়টি ব্যাপকভাবে উত্থাপিত হয়। আর এই বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনও নড়েচড়ে বসে। তাই বুধবার হঠাৎ করেই ধুনট থানা পুলিশ এই ইভটিজিং বিরোধী ঝটিকা অভিযান পরিচালনা করেন।

এই অভিযানে নেতৃত্ব দেন ধুনট থানার ওসি রবিউল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত মনিরুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান, এসআই রুহুল আমিন খান, এসআই মোস্তাফিজ আলম ও এসআই অমিত বিশ^াস সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, বিভিন্ন স্কুলের সামনে কিছু বখাটেরা দাড়িয়ে থেকে ছাত্রীদেরকে উত্যাক্ত ও ইভটিজিং করে আসছিল। একারনে ধুনট সদর সহ বিভিন্ন ইউনিয়নের স্কুলের সামনে ইভটিজিং বিরোধী অভিযান পরিচালনা করা হয়। কিন্তু এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বখাটেরা পালিয়ে যায়। তবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।