ধুনটে সেচ পাম্প চুরি, ৫শ বিঘা জমিতে পানি সেচ নিয়ে বিপাকে কৃষকেরা
বগুড়ার ধুনটের চালাপাড়া-চৈতারপাড়া বালুর দিয়ার এলাকায় বৈদ্যুতিক সেচ পাম্পের মোটর চুরি করে নিয়ে গেছে। এতে ওই এলাকার ৫শ বিঘা ফসলী জমিতে পানি সেচ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় সেচ পাম্প চুরির ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার প্রায় ৫শ বিঘা জমিতে পানি সেচ দেওয়া নিয়ে বিপাকে পড়েছে কৃষকেরা।

জানাগেছে, ধুনট উপজেলার চালাপাড়া-চৈতারপাড়া বালুর দিয়ার এলাকায় কোন বৈদ্যুতিক সেচ পাম্প না থাকায় ৩ শতক জমিতে ১৫ লাখ টাকা খরচ করে বাটিকাবাড়ি গ্রামের শরাফত জামান পাশা সেখানে দুটি সেচ পাম্প স্থাপন করেন। বৈদ্যুতিক সেচ পাম্প স্থাপনের ফলে ওই এলাকার প্রায় ৫শ বিঘা ফসলী জমিতে স্বল্প খরচে পানি সেচ দিয়ে আসছিল কৃষকেরা। গত বুধবার (৪ জানুয়ায়ি) রাতে বৈদ্যুতিক সেচ পাম্পের একটি মোটর চুরি হয়ে যায়।

এবিষয়ে সেচ পাম্পের মালিক শরাফত জামান পাশার স্ত্রী শাহনাজ পারভিন বলেন, গত ২৭ ডিসেম্বর থেকে পেঁচিবাড়ি গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে আবুল কালাম তাদের সেচ পাম্পে শ্রমিকের কাজ নেয়। সেই সুবাদে আবুল কালামের কাছে সেচ পাম্প দু’টির ঘরের চাবি রয়েছে।

বৃহস্পতিবার সকালে আবুল কালামকে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে না পাওয়া গেলে সেচ পাম্পের ঘরে গিয়ে দেখতে পাই, দুটি তালা ও সেচ পাম্পের মোটর সেখানে নেই। পরে আবুল কালামকে জিজ্ঞাসাবাদ করলে সে বিভিন্ন তালবাহানা করতে থাকে। একপর্যায়ে সে মোটর চুরির বিষয়ে কোন কথার উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়।

এঘটনার পর থেকেই তার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তাই ধারনা করছি, আবুল কালাম ও তার সহযোগিরা ৯৫ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক মোটরটি চুরি করেছে। এদিকে সেচ পাম্পের মোটর চুরি হওয়ায় প্রায় ৫শ বিঘা জমিতে পানি সেচ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। তাই এবিষয়ে আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, এবিষয়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।